বিধান মণ্ডল, ফরিদপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এলাকার কাঙ্ক্ষিত সব উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় ফরিদপুরের সালথা উপজেলার সালথা সরকারি কলেজ মাঠসংলগ্ন রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, তার বাবা সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের স্বপ্ন ছিল সালথা–নগরকান্দার মানুষ ভালো রাস্তায় চলবে, মানসম্মত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, উন্নত হাসপাতাল ও মাদ্রাসায় সেবা পাবে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ সুন্দর মন্দির পাবে। তিনি বলেন, “আমার বাবার স্বপ্ন ছিল এই এলাকার আপামর জনগণের জীবনমান উন্নয়ন।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাওয়া যায়নি। তবে সামনে নতুন সুযোগ আসছে। তিনি নিজেকে এলাকার মানুষের বোন ও মেয়ে হিসেবে উল্লেখ করে বলেন, সালথা–নগরকান্দার প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান। শিক্ষা নিশ্চিত হলে টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু উন্নয়নের কথা বলে না, উন্নয়ন করে দেখায়। তিনি বলেন, বিএনপির রাজনীতির অধীনে সব ধর্ম ও মতের মানুষ নিরাপদ থাকবে।
তিনি আরও বলেন, তার কাছে সালথা–নগরকান্দা একটি বড় পরিবার। দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর উন্নয়ন, যুব উন্নয়ন, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তাসহ রাষ্ট্র সংস্কারের সব দিক অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি সবার দোয়া কামনা করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, প্রবীণ বিএনপি নেতা জব্বার মাতুব্বর নালু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

