আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছে সাভার পৌর কৃষক দল। রোববার বিকেলে পৌর এলাকার ইমান্দিপুর থেকে এই প্রচার কার্যক্রমের সূচনা হয়।
পৌর কৃষক দলের সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে বিকাল চারটা থেকে নেতাকর্মীরা মাঠে নামেন। এ সময় তারা ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন বাসাবাড়িতে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
প্রচারকালে আব্দুল মান্নান বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি জানান, মাঠপর্যায়ের প্রচারের পাশাপাশি দলের বার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে অনলাইন প্রচারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ফুটপাত দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা দলের কোনো পদ-পদবীতে থাকতে পারবেন না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
প্রচার কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

