সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক ব্যতিক্রমী আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। দুধ দিয়ে প্রতীকী গোসলের মাধ্যমে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছেড়ে জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার। আয়োজকদের দাবি, তার সঙ্গে প্রায় ৩০০ নেতাকর্মী একই অনুষ্ঠানে দল পরিবর্তন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাত আটটার দিকে বগা ইউনিয়নে আয়োজিত যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন দলে যুক্ত হন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রতীকীভাবে এক কলস দুধ দিয়ে জালাল হাওলাদারকে গোসল করান। এই দৃশ্যটি রাজনৈতিক দল পরিবর্তনের একটি ব্যতিক্রমী প্রতীক হিসেবে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
জালাল হাওলাদার বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলেন, যেখানে সততা ও আদর্শকে গুরুত্ব দেওয়া হয়। সেই বিশ্বাস থেকেই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক রাজনীতির প্রত্যাশা থেকেই অনেকেই জামায়াতে ইসলামিতে যোগ দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন যোগদানকারীরা জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন।
এই ব্যতিক্রমী আয়োজন বাউফলের স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

