দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা স্পর্শ করেছে।
কার্যকর ও কারণ: আজ (২৭ জানুয়ারি) মঙ্গলবার থেকে সারাদেশে নতুন এই দাম কার্যকর হচ্ছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় বাজারের সাথে সঙ্গতি রেখে এই মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। এবারের সিদ্ধান্তে প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
স্বর্ণের নতুন বাজারদর (ভরি প্রতি):
২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।
পাল্লা দিয়ে বেড়েছে রুপার দাম: স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় পরিবর্তন এসেছে। নতুন তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট রুপা: ৭ হাজার ৭৫৭ টাকা (প্রতি ভরি)।
২১ ক্যারেট রুপা: ৭ হাজার ৪০৭ টাকা।
১৮ ক্যারেট রুপা: ৬ হাজার ৩৫৭ টাকা।
সনাতন পদ্ধতি: ৪ হাজার ৭৮২ টাকা।
বিগত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির প্রভাবে বিলাসী এই ধাতুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

