শাহ আলম জাহাঙ্গীর,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
হোমনা সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, রাজাপুর এলাকায় কতিপয় অপরাধী অবৈধ অস্ত্র মজুত রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে অপরাধীদের আস্তানা থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
আগ্নেয়াস্ত্রের মধ্যে ১টি রিভলবার ও ৩টি দেশীয় পাইপগান রয়েছে।
বন্দুক তৈরির বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও মেকানিকাল সরঞ্জাম, ৯টি মোবাইল ফোন ও ২টি ট্যাব ও নগদ অর্থ: ১৭ হাজার ৮০০ টাকা।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস ও অপরাধ দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
সেনাবাহিনী আরও অনুরোধ জানিয়েছে যে, এলাকায় কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্রের সন্ধান পেলে সাধারণ মানুষ যেন তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

