ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ দুঘর্টনা থেকে অলৌকিকভাবে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম ‘টাইমস অব মাল্টা’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধার ও ভয়াবহ বর্ণনা: মাল্টার সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে। সাগরে প্রায় ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। পরবর্তীতে তিউনিসিয়া অভিমুখে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। উদ্ধারকৃত ওই ব্যক্তির ভাষ্যমতে, নৌকাটিতে তার সঙ্গে থাকা আরও অন্তত ৫০ জন সঙ্গী সাগরে ডুবে মারা গেছেন।
যাত্রাপথ ও গন্তব্য: জানা গেছে, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উদ্ধার হওয়া ব্যক্তি বা নৌকায় থাকা অন্য নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
মরণফাঁদ ভূমধ্যসাগর: ভালো জীবনের আশায় এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ বছরের পর বছর ধরে ছোট ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’-এর তথ্যমতে, গত এক দশকে এই রুটে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ হাজার ৩২৬ জন প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৭৩ জন। আর চলতি ২০২৬ সালের শুরুতেই এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

