মোঃ জালালউদ্দীন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনের দশদলীয় জোটের মনোনীত প্রার্থী ডঃ মোঃ কেরামত আলীর নিয়মিত প্রচারণার ধারাবাহিকতায় শাহবাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তি মোরে এক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন শাহবাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামিল হক।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবেড. কেরামত আলী বলেন, আমরা জনগণের শাসক নই আমরা সেবক হতে চাই। আমরা সরকারি বড়দের সবটুকু জনগণের পৌঁছে দিতে চাই। সোনামসজিদ বাংলাদেশের দ্বিতীয় স্থলো বন্দর এটাকে আধুনিক আধুনিকায়ন করে জনসাধারণের কর্মসংস্থান বাড়াতে চায়। একই সাথে এখানকার ঐতিহাসিক সোনা মসজিদসহ পুরনো বহু স্থাপনাকে ঘিরে পর্যটন কেন্দ্র করা হবে এতে সরকারি রাজস্ব আসবে এবং বহু লোকের কর্মসংস্থান হবে। সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রাস্তা ফোর লাইন করা হবে। এলাকার মানুষের চাহিদার দিকে রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন বর্ধিত করার জন্য আমরা সব রক্ত প্রচেষ্টা চালাব শুধু তাই নয় শিবগঞ্জে একটি মেডিকেল কলেজ খোলা হবে সেই সাথে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।
শিবগঞ্জের বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়াগড়ি সেখানে তাদের প্রশিক্ষণ দিয়ে কাজ দিয়ে স্বাবলম্বী করা হবে তাদের উৎপাদিত মাল বাজারজাতকরণের জন্য সরকার সচেষ্টা থাকবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি নয় আপনার ভালোবাসা নিয়েই আমরা বাস্তব কাজ করি দেখিয়ে দেবো। আমকে কেন্দ্র করে এখানে আচারসহ বিভিন্ন পণ্য তৈরি করা হবে বিদেশে আম পাঠানোর জন্য প্যাকেজিং শিল্প গড়ে উঠবে হাজার হাজার মানুষ কাজ করবে। শিখবো হাসপাতাল আছে বটে 50 হাজার ১৯ জন ডাক্তারের পদ থাকলেও বাস্তবে আমরা পাঁচ ছয় জনের বেশি পাই না। ৫০০০০ এই হাসপাতালকে ১০০ সইজ্জার হাসপাতাল হিসেবে উন্নীত করা হবে। আমরা সরকার গঠন করলে কোনদিনই টেক্স ফ্রি গাড়ি নেব না। রাস্তাঘাট নির্মাণের জন্য টেন্ডারবাজি কোন সুযোগ থাকবে না সরকার তো তাকে টেন পার্সেন্ট অতিরিক্ত দেয় কাজেই কন্টাকটার কে শতভাগী কাজ করতে হবে। লুটপাটে কোন সুযোগ নেই। চাঁদাবাদি থাকবে না। এমন একটি শান্তিময় রাষ্ট্রের স্বপ্ন আমরা বহুকাল থেকে দেখছিলাম কিন্তু বিগত স্বৈরশাসকেরা লুটপাটি করেছে তেমন কোন উন্নয়ন করতে পারেনি। মানুষ ন্যায্য বিচার পাবে বিচার বিভাগ আলাদা হবে। শাসকেরা বিচারদের উপরে কোন হস্তক্ষেপ করতে পারবে না। আপনারা আমাদের দাড়িপাল্লায় ভোট দিন সেই সাথে হামাকে আপনারা বিজয় করতে ভোট দিন। হাঁ বিজয় মানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাত ইসলামের শিবগঞ্জ উপজেলা আমি মাওলানা সাদিকুল ইসলাম নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান। সোনামসজিদ স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল হক, অধ্যাপক এম আলম ও ও ছাত্রশিবিরের জুলফিকার আশিক সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ হোসেন।

