শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত রেলওয়ে মুর্তজা মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের ১০ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এনসিপি সৈয়দপুর উপজেলা আহ্বায়ক মো. মনজুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, ইসলামি ছাত্র শিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, পৌর আমীর শরফুদ্দিন খান।
এনসিপি সৈয়দপুর পৌর আহ্বায়ক জাবেদ আত্তারীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াত সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, মিডিয়া বিভাগের সমন্বয়ক সাংবাদিক সাহাবজ উদ্দিন সবুজ, এনসিপি কিশোরগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল কাইয়ুমসহ সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি দাঁড়িপাল্লার প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করেন তারা কখনোই না ভোটের পক্ষে অবস্থান নিতে পারেন না। অতএব যারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে তাদের আমরা বয়কট করে আগামী ১২ ফেব্রুয়ারী লাল কার্ড দেখিয়ে দিবো। আমরা শহীদদেরকে চেতনায় ধারণ করে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্যই সংসদে যেতে চাই।
শহীদ সাজ্জাদসহ চব্বিশের আন্দোলনে আত্মত্যাগকারী ও পঙ্গুত্ব বরণকারী যোদ্ধাদের স্বপ্নের নতুন বাংলাদেশ, ন্যায় আর ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সেজন্য ১০ দলের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। এখন দাঁড়িপাল্লায় ও হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে ফ্যাসিস্ট, তাদের দোসর ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। তা না হলে দেশ ভারতীয় রাহুমুক্ত হবেনা।
শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন হোসেন বলেন, চব্বিশের জুলাইয়ে আমার ছেলেরা জীবন না দিলে আজ তারেক জিয়া দেশে ফিরতে পারতেন না। অথচ আজ তারা জুলাই সনদ ও হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। জুলাই শহীদদের ঘাতকদের বিচার নিশ্চিত করতে হবে। এজন্য হ্যাঁ ও ১০ দলীয় জোটকে বিজয়ী করতেই হবে। তিনি দেশপ্রেমিক সকলের প্রতি ভোট দেয়ার আহ্বান জানান।

