টাঙ্গাইল জেলায় অপরাধ দমন, মাদকের বিস্তার রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত ও সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে একযোগে এ অভিযান পরিচালিত হয়। দিন ও রাতব্যাপী বিশেষ তল্লাশি, চেকপোস্ট এবং টহল কার্যক্রমের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী বিশেষ তল্লাশিকালে পুলিশ ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া অভিযানে বিভিন্ন থানায় দায়েরকৃত নিয়মিত মামলা, প্রিভেন্টিভ মামলা এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের এই তৎপরতায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা পুলিশ আরও জানায়, সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং টাঙ্গাইল জেলাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদক,চুরি,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও উল্লেখ করা হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

