এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় আকাশ মিয়া নামে এক মাদকাসক্ত ব্যাক্তি কর্তৃক পবিত্র কোনআন অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌথ বাহিনি আকাশ মিয়াকে গ্রেফতার করেছে। ২৫ জানুয়ারি সোমবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় আনোয়ার হোসেনের ছেলে আকাশ মিয়া(২৫) তার নিজ বাড়ীতে পবিত্র কোরআন শরীফ পা দিয়ে ছিড়ে ফেলে এবং ছেড়া অংশ বাথরুমে ফেলে দেয়। ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন আকাশ মিয়ার মিয়ার বাড়ী অবরুদ্ধ করে আকাশ মিয়া আটক করে রাখে। ঘটনার জানার পর পুলিশসহ যৌথ বাহিনির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। একই সময় আইন শৃংখলা বাহিনির সদস্যরা আকাশ মিয়াকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান। যথাযথ আইন মোতাবেক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

