রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ছাড়ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর প্রথমে তা অস্বীকার করলেও শেষ পর্যন্ত মধ্যরাতে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর কয়েক ঘণ্টা আগেই গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছিলেন বিসিবি সভাপতি।
রোববার বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে বুলবুলের দেশত্যাগের খবর প্রকাশ হলে তিনি ফোনালাপে জানান, বিসিবিতে কাজের চাপ থাকায় তাঁর কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। তিনি বলেন, সারাদিন অফিসে কাজ করেছেন এবং পরদিনও কাজ করার কথা রয়েছে। এ সময় তিনি ভুয়া সংবাদে বিরক্তি প্রকাশ করে বলেন, এ ধরনের তথ্য বিভ্রান্তি সৃষ্টি করে এবং কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে।
তবে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর দেশ ছাড়ার তথ্য নিশ্চিত হয়। বিমানবন্দর সূত্রের বরাতে জানা যায়, তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া সফরে যান, এবারও সফরটি সে রকম হতে পারে।
এদিকে বুলবুলের দেশ ছাড়ার সময়টি এমন এক পর্যায়ে এলো, যখন দেশের ক্রিকেট প্রশাসন নানা সংকট ও বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বকাপ ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটাঙ্গন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর প্রতিক্রিয়ায় ভারতে না যাওয়ার সিদ্ধান্তের জেরে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা আসে।
এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এরই মধ্যে একজন পরিচালক পদত্যাগ করেছেন, আরও কয়েকজনের পদত্যাগের গুঞ্জনও রয়েছে। এমন টালমাটাল পরিস্থিতিতে বিসিবি সভাপতির হঠাৎ দেশত্যাগ ক্রিকেট প্রশাসনে নতুন করে প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি করেছে।

