চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশন ও সরকারের সকল নির্দেশনা অনুসরণ করে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে লক্ষ্যে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী কয়েকটি বিওপিতে জনবল বাড়ানো হয়েছে এবং বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ সদর ও দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১৯টি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ১১ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ৪ প্লাটুন (একটি রিজার্ভসহ) সর্বমোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া ৫৩ বিজিবি নাটোর জেলার সাতটি উপজেলায় আরও ১৪ প্লাটুন মোতায়েন করবে বলে জানানো হয়।

