আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার বিভিন্ন বাজারে হাইব্রিড রূপচাঁদা নামে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। মাছটি দেখতে অনেকটা রয়েছে রূপচাঁদার মতো। মাছ সম্পর্কে ক্রেতাদের ধারণা না থাকায় রূপচাঁদা হিসেবে ক্রয় করে নিয়ে যাচ্ছে। বাজারে প্রতি কেজি মাছ বিক্রি করছে ১৭০-২০০ টাকায়। এই নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে স্থানীয় প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা যায়, পৌর শহরের সড়ক বাজার মাছ বাজারে গিয়ে দেখা যায় কয়েকজন মাছ ব্যবসায়ী নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করছে। এই মাছটি কখনো বিদেশি রূপচাঁদা, কখনো হাইব্রিড রূপচাঁদা, কখনো বা চাষের রূপচাঁদা নামে তারা বিক্রি করছেন। অসচেতন ও দরিদ্র মানুষ কম দাম পেয়ে নিজের অজান্তেই ভয়ংকর এ মাছটি কিনে খাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে পিরানহা আমাজান নদীর ভয়ংকর মাংসাশী প্রাণী। রক্তের গন্ধ পেলে হিংস্র হয়ে ওঠে এ ভয়ংকর প্রাণীটি। অত্যন্ত মজবুত আর ধারালো দাঁতের অধিকারী এ মাছের খাদ্য তালিকায় রয়েছে মানুষের মাংস, মৃত কুমিরের মাংস, ছোট মাছ, ব্যাঙসহ প্রায় সব ধরনের মাংস।
নিষিদ্ধ এই মাছ কেন বিক্রি করছেন জানতে চাইলে সুজন নামে এক মাছ ব্যবসায়ী বলেন আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে নানা প্রজাতির মাছ আসে। ‘আমরা এই মাছ আড়ৎ থেকে ক্রয় করে বিক্রি করি। আড়ৎ থেকে বলা হয়েছে এটি রূপচাঁদা মাছ। আর এই মাছ নিষিদ্ধ কি না তা আমরা জানি না। তবে ‘মাছ তো মাছই। অন্য মাছের তুলনায় দাম কম হওয়ায় বাজারে এগুলোর ভালো চাহিদা রয়েছে।
ক্রেতা মো: সুমন মিয়া বলেন, অনেক আগে চট্রগ্রাম এক আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে রূপচাদা মাছ খেয়েছি। খুবই ভালো লেগেছে। আজকে বাজারে এই জাতীয় মাছ দেখতে পেয়ে ক্রয় করেছি। জানি না এটি আসল রূপচাদা কিনা। তবে দাম রয়েছে কিছুটা কম।
ক্রেতা মো. সিরাজ মিয়া বলেন, ‘রূপচাঁদা মাছ অত্যন্ত সুস্বাদু। আমি অনেকবার খেয়েছি। কিন্তু বাজারে যে টা বিক্রি করছে এটা মনে হয় না রূপচাঁদা মাছ। মনে হচ্ছে পিরানহা মাছ। তাই দরদাম করে আর কেনা হয়নি।
আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: রেজাউল করিম বলেন, পিরানহা রাক্ষুসে মাছ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই মাছের পোনা উৎপাদন, চাষ, বংশবৃদ্ধি, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। বাজারে পিরানহা মাছ বিক্রি হচ্ছে সেটা আসলে জানা নেই । যদি কেউ নিষিদ্ধ এই মাছ বিক্রি করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

