আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২ দিনের সরকারি সফরে এখন সিলেট
সিলেট প্রতিনিধিঃ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, জনাব চৌধুরী আব্দদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম, মহোদয়ের রবিবার ২৩ ডিসেম্বর ০২ দিনের সরকারি সফরে সিলেট আগমন উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেটে ফুল দিয়ে অভ্যর্থনা জনান মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম, মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ এসএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে মাননীয় আইজিপি মহোদয় যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে হযরত শাহজালাল (রহঃ) মাজার শরীফে গমন করেন এবং মাজার শরীফ ও নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করেন।