সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আন্দোলনে শহীদ ৩ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আ. হ. মো. খোকন প্রমুখ।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন।
শুভ কুমার ঘোষ
সিরাজগঞ্জ