রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে ‘সিক্স স্টার গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার ভোরে (২৩ জানুয়ারী) বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার কতরা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়াকিটকি সেট ও একটি রাইফেল।
গ্রেপ্তারকৃতরা হলো, তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকার বাসিন্দা আবদুল হালিম (২৯) ও একই এলাকার বাসিন্দা আবু বাশার (২৭)।
বাগমারা থানা পুলিশ জানায়, শুক্রবার ভোরে সেনাবাহিনীর বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আসিফ রায়হানের নেতৃত্বে একটি দল তাহেরপুরের মথুরাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে আবদুল হালিম ও আবু বাশারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট ও একটি পয়েন্ট ২২ রাইফেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
বাগমারা থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাহেরপুর এলাকায় ‘সিক্স স্টার গ্রুপের’ আত্মপ্রকাশ ঘটে। তারা ওয়াকিটকি সেট ব্যবহার করে এলাকায় চলাফেরা করত এবং প্রভাব বিস্তার করত।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, সেনাবাহিনীর অভিযানের শেষ পর্যায়ে পুলিশ সহযোগিতা করেছে। শুক্রবার সকালে গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও অপরাধের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

