আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট করে জানিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই খেলতে হবে। তবে এই সিদ্ধান্তের পরও বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থান থেকে সরে আসেনি। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশ নেবে না—এটাই এখন চূড়ান্ত সিদ্ধান্ত।
আইসিসির সিদ্ধান্ত জানার পর সরকারের সঙ্গে আলোচনা করতে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। কিন্তু ওই সময়ের মধ্যেও অবস্থান বদলায়নি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার একটি হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, এই বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।
একই সঙ্গে বিসিবি আবারও আইসিসিকে ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানিয়েছে। ওই বার্তায় ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো সিদ্ধান্ত নিয়ে বিরোধ তৈরি হলে এই কমিটি বিষয়টি নিষ্পত্তি করে থাকে।
বিসিবির প্রত্যাশা, আইসিসি বিষয়টি স্বাধীন কমিটির কাছে পাঠাবে। তবে ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার পর এখন পর্যন্ত আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করেনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসি যদি ভেন্যু পরিবর্তনের দাবি না মানে, তাহলে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হবে না। প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৈঠকে ক্রিকেটারদের কাছে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, খেলোয়াড়রা বিষয়টি বুঝেছেন এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেননি। ক্রিকেটারদের বক্তব্য অনুযায়ী, মাঠে খেলা তাদের দায়িত্ব হলেও নিরাপত্তা ও চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব সরকার ও বিসিবির।
এর আগে নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে গত ৩ জানুয়ারি বিসিসিআই আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায়। ওই ঘটনার পরই বিসিবি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছার কথা জানায়। ক্রীড়া উপদেষ্টার মতে, ওই পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি।
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে প্রস্তুত আছে, তবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে তারা অবস্থান নিয়েছে। ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশের দাবি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে জানিয়ে যাওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

