জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানুষ ফ্যামিলি কার্ড বা ফ্ল্যাট চায় না—চায় নিরাপদ জীবন। বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, এই কার্ড কারা পাবে এবং তা পেতে ঘুষের আশঙ্কা নেই তো?
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
নাহিদ ইসলাম বলেন, একদিকে কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হচ্ছে—যারা ক্ষমতায় গেলে আবার লুটপাট করবে। ফ্ল্যাট দেওয়ার ঘোষণা বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বস্তিবাসীরা ফ্ল্যাট নয়, নিরাপদ জীবন চায়—যা বস্তিতে থেকেও নিশ্চিত করা সম্ভব।
নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে; কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায় সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়—এটি এক ধরনের গণভোট। বৈষম্য, চাঁদাবাজি, অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।

