নিরাপত্তা শঙ্কা ও ভেন্যু জটিলতায় বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে অনুরোধ করলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে।
এই পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন। তার মতে, ক্রিকেটকে সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে বিজয় লেখেন, “একটি বিশ্বকাপে খেলা পুরো দেশের স্বপ্ন। একজন ক্রিকেটারের স্বপ্নই থাকে বিশ্বকাপে খেলা, পরবর্তী প্রজন্মের স্বপ্নও বিশ্বকাপে খেলা। খেলা-ধুলা সবকিছুর ঊর্ধ্বে।”
অন্যদিকে বিশ্বকাপ স্কোয়াডে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান বলেন, খেলোয়াড়রা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাইবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি ও সরকারের। তিনি বলেন, “খেলোয়াড় হিসেবে কে না চাইবে বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে। কিন্তু এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটি অবস্থান আছে। তারা আমাদের অভিভাবক, তারা যা বলবে খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই মানা উচিত।”
এদিকে আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে। এ সময়ের মধ্যেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের বৈঠক শেষে সরকারের পরামর্শ অনুযায়ী বিসিবি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

