রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বৃহস্পতিবার হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
বেলা সাড়ে ১১টার দিকে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে জড়িয়ে পড়লে আশপাশের সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সংঘর্ষের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাস এলাকায় দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল নিক্ষেপের পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

