স্বর্ণা আক্তারের রেকর্ড ছক্কা ও নিয়ন্ত্রিত বোলিংয়ে পাপুয়া নিউ গিনিকে ৩০ রানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এতে বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলের।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কীর্তিপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করে বাংলাদেশ। তিন ব্যাটার ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেন।
ছয়ে নেমে ১৪ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। একটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। নারী আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার এক ইনিংসে চারটি ছক্কা মারলেন। দিলারা আক্তার করেন ২৯ বলে ৩৫ রান, আর সোবহানা আক্তার যোগ করেন ২৪ বলে ৩৪ রান।
লক্ষ্য তাড়ায় পাপুয়া নিউ গিনি শুরুটা ভালো করলেও বাংলাদেশের বোলারদের চাপে পড়ে যায়। প্রথম তিন ওভারে বিনা উইকেটে ৩২ রান তুললেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৮ রানেই থামে তারা। ওপেনার ব্রেন্ডা টাউ করেন সর্বোচ্চ ৩৫ রান।
এই জয়ে টানা দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। পরের ম্যাচে নামিবিয়া এবং শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে দলটি। এই দুই ম্যাচের একটি জিতলেই ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের।

