দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী, জনবান্ধব ও সেবাকেন্দ্রিক করার লক্ষ্যে সরকার নতুন চারটি থানা এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
জনসংখ্যার চাপ এবং প্রশাসনিক গুরুত্ব বিবেচনা করে নতুন এই থানাগুলো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে: পূর্বাচল উত্তর ও পূর্বাচল দক্ষিণ: গাজীপুর ও নারায়ণগঞ্জের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিশাল আয়তন বিবেচনায় এই এলাকায় দুটি পৃথক থানা গঠন করা হবে।
মাতারবাড়ী থানা (কক্সবাজার): কক্সবাজারের মাতারবাড়ীতে চলমান মেগা প্রকল্প এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক ও শিল্পবাণিজ্যের গুরুত্ব বিবেচনায় এখানে একটি নতুন থানা অনুমোদিত হয়েছে।
রায়পুরা নতুন থানা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলার বিশাল ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক জটিলতা কমাতে সেখানে একটি নতুন থানা গঠনের প্রস্তাব মঞ্জুর করা হয়েছে।
রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের কাঠামোতে সংস্কার আনা হয়েছে। নতুন গঠিত বিভাগ দুটি হলো:
রাজস্ব নীতি বিভাগ
রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ
নিকার-এর সভায় মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে অর্থ ও আইন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের শীর্ষ ১৪ জন সচিব উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন এই থানাগুলো গঠনের ফলে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা সহজ হবে এবং অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়বে। অন্যদিকে, রাজস্ব খাতে নতুন দুটি বিভাগ গঠনের ফলে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রবাহ তদারকি এবং নীতি নির্ধারণে আরও পেশাদারিত্ব আসবে।

