নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে বিসিবি একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে, তবে এখনও সমাধান হয়নি। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে জানান, অযৌক্তিক চাপের মুখে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।
আসিফ নজরুল বলেন, “অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না। এর আগেও দেখা গেছে, পাকিস্তানের দাবিতে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে।”
তিনি আরও বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক শর্ত চাপানোর চেষ্টা করে, আমরা সেই শর্ত গ্রহণ করব না।”

