উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেবিল হান্ট’-এর অংশ হিসেবে আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আটক পরবর্তী সময়ে তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডিবি পুলিশ তাকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ‘অপারেশন ডেবিল হান্ট’-এর আওতায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শহিদুল ইসলাম মৃধা বড়াকোঠা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

