শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মঠবাড়িয়ায় শিক্ষকদের ৭দিনের প্রশিক্ষন শুরু হয়েছে 

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার থেকে ৮ম ও ৯ম শ্রেনির ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় শ্রেনী শিক্ষকদের ৭ দিনের বিষয় ভিত্তিক প্রশিক্ষন শুরু হয়েছে । স্থানীয় কে, এম, লতিফ ইনিষ্টিটিউশন ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষন শুরু হয় । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইউম, প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আবুল খায়ের (চলতি দায়িত্ব)।
মঠবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আবুল খায়ের (চলতি দায়িত্ব) জানান, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় ৭দিন ব্যাপি ৮ম ও ৯ম শ্রেনির বিষয় ভিত্তিক শ্রেনি শিক্ষকদের প্রশিক্ষন শুরু হয়েছে । ১১ টি বিষয়ের উপর এই প্রশিক্ষন হবে । এতে মোট ৯২৬ জনকে প্রশিক্ষন দেওয়া হবে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মঠবাড়িয়া
সাম্প্রতিক সংবাদ