সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বিচার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
নাছির উদ্দীন নাছির অভিযোগ করে বলেন, “আসিফ মাহমুদ উপদেষ্টা থাকাকালীন হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। তাঁর এই দুর্নীতির বিচার নিশ্চিত করতে দুদককে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে। অথচ তিনি এখন নির্বাচন কমিশনে এসে চোখ রাঙানি দেখাচ্ছেন।” তিনি সাফ জানিয়ে দেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং ছাত্রদল কোনো ধরনের হুমকিতে ভয় পায় না।
পোস্টাল ব্যালট ইস্যুতে নাছির উদ্দীন নাছির ২০১৮ সালের ‘নিশিরাতের’ নির্বাচনের তুলনা টেনে বলেন:
“২০১৮ সালে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিজেদের বাসায় ব্যালট রেখেছিল। অত্যন্ত দুঃখজনক যে, ২০২৬ সালে এসে আমরা জামায়াতের বাসাবাড়িতে পোস্টাল ব্যালট দেখতে পাচ্ছি। এটি আবারও সেই কলঙ্কিত নির্বাচনকে স্মরণ করিয়ে দেয়।”
তিনি দাবি করেন, নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটে অনিয়মের বিষয়টি স্বীকার করেছে এবং তা দূর করার আশ্বাস দিয়েছে, যদিও ব্যালট পেপার কীভাবে বাসাবাড়িতে পৌঁছাল তার কোনো স্পষ্ট ব্যাখ্যা কমিশন দেয়নি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনকে ‘হৃদপিণ্ড শক্ত রেখে’ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি ঘোষণা করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এবং শাবিপ্রবি ভিসির পদত্যাগসহ অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

