মোঃ শরিফ বিল্লাহ,ডোমার উপজেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় চলতি মৌসুমে ক্লাস্টার আকারে সরিষার আবাদ হয়েছে। উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়নীবাদ বাগডোকরা ব্লকে প্রায় ২০০ বিঘা জমিতে একটানা ক্লাস্টার আকারে সরিষার আবাদ করা হয়েছে, যা এ অঞ্চলের অন্যতম বৃহৎ সরিষা ক্লাস্টার হিসেবে বিবেচিত হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এই ক্লাস্টারের কৃষকদের একটি অংশকে প্রণোদনার মাধ্যমে উন্নত জাতের বীজ ও সার সরবরাহ করা হয়। পাশাপাশি অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে স্বতঃস্ফূর্তভাবে আরও অনেক কৃষক সরিষা চাষে যুক্ত হন। এর ফলে পুরো এলাকায় ব্যাপক পরিসরে সরিষার আবাদ সম্ভব হয়েছে।
গত সপ্তাহে এই সরিষা ক্লাস্টার পরিদর্শন করেন জেলা কৃষি অফিস থেকে অতিরিক্ত উপপরিচালক (উদ্যান ও শষ্য)। এ সময় উপজেলার সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বর্তমানে ক্লাস্টার এলাকার সরিষা ক্ষেত অত্যন্ত সুন্দর অবস্থায় রয়েছে এবং অধিকাংশ জমিতে সরিষা ফুলে ভরে গেছে।
সরিষার চাষী আজাহার মানিক ও আবু তাহের এর সাথে কথা হলে তারা জানান, আমরা আগে বছরে বোরো এবং আমন ধানের আবাদ করতাম। এখন সরিষার চাষ করছি একই জমিতে তিন ফলন পাচ্ছি এতে আমরা অনেক লাভবান হচ্ছি।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে ডোমার উপজেলায় মোট ১ হাজার ৪৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এছাড়াও বোড়াগাড়িতে ক্লাস্টার আকারে সরিষার চাষ ও কয়েকটি এলাকায় কৃষকভিত্তিক উদ্যোগে বিনা চাষে (ধান কাটার আগেই) সরিষা চাষ করা হয়েছে, যা বামুনিয়া ইউনিয়ন ও ডোমার সদর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ভালো ফল দিচ্ছে।
কৃষি বিভাগ আশা করছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ফলন ও বাজারমূল্য উভয়ই ভালো হবে। এতে কৃষকরা লাভবান হবেন এবং তারা উদ্বুদ্ধ হয়ে আগামী মৌসুমে সরিষার আবাদ আরও বৃদ্ধি পাবে।

