শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

বেনাপোল প্রতিনিধি :
রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে যশোরে শেষ হয়েছে তিনদিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা। মোনাজাতে মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা ইজতেমা ময়দান। এ বছর যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ ইজতেমার আয়োজন হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই যশোরসহ আশপাশের জেলা ও উপজেলার মুসল্লিরা ইজতেমাস্থলে পৌঁছান। বেলা ১১টার আগেই ইজতেমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের গোটা এলাকা মানুষে পূর্ণ হয়ে ওঠে।
গত কয়েক বছর ধরেই জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে এ ইজতেমা শেষ হলো। ১৫ ডিসেম্বর শুক্রবার  ফজরের পর আমবয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আখেরি মোনাজাত * ইজতেমা
সাম্প্রতিক সংবাদ