২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ-এর টিকিট পাওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাধারণ দর্শকদের আবেদন আহ্বান করেছে। আবেদন শুরু হয়েছে আজ থেকে এবং শেষ হবে ২২ জানুয়ারি। আবেদন জমা দেওয়ার সঙ্গে ৫০০ টাকা ফি দিতে হবে।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা দেশগুলোর দর্শকদের জন্য টিকিট বরাদ্দ আলাদা এবং যারা খেলবে না তাদের জন্য আলাদা বরাদ্দ থাকবে। বাংলাদেশ সর্বোচ্চ ৩৩০টি টিকিট পাবে।
এইবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মুখ্যত ৩ দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। তবে বেশির ভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম ৪৮ দল অংশ নিচ্ছে বিশ্বকাপে। ফিফা ইতিমধ্যে ২১১টি দেশের সাধারণ দর্শকদের কাছে টিকিট চাহিদা পাঠিয়েছে। ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত র্যান্ডম আবেদন জমা পড়েছে ৫০ কোটি। এর মধ্যে বাংলাদেশের দর্শকরাও আবেদন করেছেন।
সবচেয়ে বেশি আবেদন এসেছে ইউরোপীয় দেশগুলো থেকে। ব্রাজিল, কলম্বিয়া, ইংল্যান্ড, জার্মানি, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশ থেকে দর্শকরা আবেদন করেছেন। পূর্বের দুটি বিশ্বকাপে সাধারণ দর্শকরা ভিসা ছাড়া সরাসরি টিকিট পেতেন। রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে টিকিটধারীরা ফ্যান আইডি নিয়ে যাওয়া হতো, যা বিমানবন্দরে ভিসার পরিবর্তে কাজ করত।
এবার সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলার টিকিটধারীরা ভিসা সাক্ষাৎকারে অগ্রাধিকার পাবেন। সাধারণ আবেদনকারীরা ভিসা সাক্ষাৎকারে ১০ মাস বা এক বছর পরও সময় পান, তবে টিকিটধারীরা অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশ থেকে যারা টিকিট কিনতে চান, তাদেরকে বাফুফের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের নিয়মকানুন এবং বিস্তারিত তথ্য বাফুফের পক্ষ থেকে প্রদান করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত (১৭ জানুয়ারি পর্যন্ত) তা পাওয়া যায়নি।

