নির্বাচনের ব্যালটে প্রতীক বিন্যাসে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। ব্যালটের ভাঁজে ধানের শীষ প্রতীক রাখার পাশাপাশি আরও তিনটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারা অবস্থান নেয়।
ছাত্রদলের অভিযোগ, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক এমনভাবে ভাঁজে রাখা হয়েছে, যাতে ব্যালট খুললে সেটি প্রথমে দৃশ্যমান হয় না। অথচ অন্য একটি প্রতীক এমনভাবে রাখা হয়েছে, যাতে ব্যালট ভাঁজ করলেই সেটি সামনে চলে আসে। এতে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি তাদের।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ইসি ঘেরাও কর্মসূচি পালন করছেন। কর্মসূচি চলাকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলের এই আন্দোলন তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।
তিনি জানান, প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে। দ্বিতীয়ত, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
তৃতীয়ত, বিশেষ একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

