জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি
মির্জাপুর উপজেলার বাশতৈল হোসেন মার্কেট ও আবাত বাজার মাঝামাঝি এলাকায় কাঠবোঝাই অটোরিকশা উল্টে আব্দুল মিয়া (৪০) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মিয়ার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়। তার পিতা মৃত আক্কেল আলী। জানা যায়, তিনি প্রায় ২০ বছর ধরে মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে বসবাস করছিলেন। ওই গ্রামের মুনতাজ আলির মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খাওয়া-দাওয়া শেষে বিকেলে আব্দুল মিয়া অটোরিকশা নিয়ে মামুদপুর বাজার থেকে কাঠ বোঝাই করে হোসেন মার্কেটের উদ্দেশ্যে রওনা দেন। বাশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট ও আবাত বাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা ভারী কাঠ তার মাথার ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাঠ সরিয়ে তাকে উদ্ধার করেন। তবে মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুল মিয়া মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে এবং এলাকায় শোকের মাতম চলছে।

