শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
শনিবার (১৬) বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজয় দিবস উপলক্ষে আজ (শনিবার) ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়া, বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম। একদিন বন্ধের পর আগামীকাল রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এদিকে, বেনাপোল ইমিগ্রেশন ওসি  সফি আহমেদ  জানান, বিজয় দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আমদানি রপ্তানি * বেনাপোল স্থলবন্দর
সাম্প্রতিক সংবাদ