মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়িতে শনিবার ভোররাতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। হাবিব মাতুব্বর (৩৫) নামে এক প্রবাসী ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিউলি বেগমের (২৯) বিরুদ্ধে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। শিউলি বেগম তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন এবং বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশও হয়। কিন্তু শনিবার ভোরে উত্তেজনার একপর্যায়ে শিউলি বেগম হঠাৎ হাবিবের পুরুষাঙ্গ কেটে দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার গুরুতরতার কারণে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হাবিবের চাচাতো ভাই হৃদয় মাতুব্বর বলেন, “রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ভোরে চিৎকারে ঘুম ভেঙে আমরা গিয়ে দেখি, আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে। আমরা দ্রুত তাকে উদ্ধার করি।”
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি ব্লেডসহ শিউলি বেগমকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

