মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৬ জানুয়ারি) ইরানের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করার খবরের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, “গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, যার সংখ্যা ৮০০-এরও বেশি, সেগুলো বাতিল করেছে ইরান। এ জন্য তাদেরকে ধন্যবাদ। আমি বিষয়টিকে গভীরভাবে সম্মান জানাই।”
গত দুই সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন এবং মানবাধিকার সংস্থাগুলি জানিয়েছে যে ইরানি বাহিনী কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। তবে এবার ইরানের পদক্ষেপে ফাঁসির কার্যক্রম স্থগিত হওয়ায় ট্রাম্প হস্তক্ষেপ থেকে বিরত থাকছেন।
হোয়াইট হাউস থেকে ফ্লোরিডা যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “কেউ আমাকে বোঝায়নি—আমি নিজেই বিষয়টি বুঝেছি। তারা কাউকেই ফাঁসি দেয়নি, বরং স্থগিত করেছে। এটি একটি বড় প্রভাব ফেলেছে।”
ট্রাম্প আরও উল্লেখ করেছেন, উপসাগরীয় দেশগুলো—সৌদি আরব, কাতার ও ওমান—ও তাঁকে সামরিক হস্তক্ষেপ থেকে বিরত রাখার চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত তিনি বলছেন, ইরানের পদক্ষেপই তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

