শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
সাতক্ষীরায় মাছের ঘেরে সেচ দেওয়ার সময়ে বিদ্যুতায়িত হয়ে ফিরোজ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সাতক্ষীরা পৌর এলাকার কুখরালী এলাকায় মাছের ঘেরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক ঘের চাষির মৃত্যু হয়।
শনিবার ( ১৫ ফেব্রুয়ারী) সকালে এ ঘটনা ঘটে।নিহত ফিরোজ হোসেন সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পার কুখরালী দক্ষিণ পাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।
কুখরালী এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ফিরোজ হোসেনের কুখরালী এলাকায় মাছের ঘেরে মাছ চাষ করেন। ঘেরের জমিতে পানি দেওয়ার জন্য তিনি মোটরের সুইচ দেন। এ সময় অসাবধানতাবশত: লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন বলে জানিয়েছি।
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা