মোঃ তোফায়েল আহমেদ, রংপুর প্রতিনিধি:
গতকাল শুক্রবার রংপুর সদর উপজেলার চন্দনপাট ও সদ্যপুস্করিনী ইউনিয়নে ভোটারদের সচেতন করতে ভোটের গাড়ি মাধ্যমে হ্যাঁ-না ভোটের প্রচারণা চালানো হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়ন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে চন্দনপাট ইউনিয়নের মাটিয়াপাড়া বাজার ও লাহিড়ির হাট বাজার এবং সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারে ভোটের গাড়িতে স্থাপিত প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করে ভোট প্রদান পদ্ধতি ও ভোটাধিকার বিষয়ে জনগণকে সচেতন করা হয়।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচারণার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং সাধারণ মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, আইসিটি অফিসার ও সদ্যপুস্করিনী ইউনিয়নের প্রশাসক এস. এম. আইনুল হক, চন্দনপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সদ্যপুস্করিনী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং চন্দনপাট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. মোকছেদুর রহমান।
স্থানীয়দের মধ্যে প্রচারণার প্রতি আগ্রহ ও উৎসাহ ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। অনেক মানুষ থেমে ভিডিও প্রদর্শনী দেখেন এবং ভোট সংক্রান্ত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন।
রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, “ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা কার্যক্রমে আমি নিজেও উপস্থিত ছিলাম। স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করেছি। ভবিষ্যতেও এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে।”
