শিরোনাম
ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক   » «    ক্যাম্পাস সংস্কার বাদ দিয়ে ফ্যাসিবাদ পুনর্বাসনে ব্যস্ত পবিপ্রবি প্রশাসন   » «    ১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ   » «    স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজার আখতারুজ্জামানকে শো-কজ   » «    ভ‍্যাট ব‍্যবস্থা বিলুপ্ত করুন; সেবা ও পন্যের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করুন :এবি পার্টি   » «   

মদন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আল মাহবোব, সম্পাদক তোফাজ্জল

নেত্রকোনা প্রতনিধি:
নেত্রকোনার মদন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আল মাহবোব আলম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক  যুগান্তর প্রতিনিধি ও ৭১ টিভির সংবাদদাতা তোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন।
দৈনিক সংবাদ প্রতিনিধি ইউসুফ আলী তালুকদার  কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।  দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া। পরে ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক মোতাহার আলম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন উজ্জ্বলের স ালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি এনামুল হক বাবুল, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, নবনির্বাচিত সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বিজিত প্রার্থী সামছুল আলম ভূইয়া ও পরিতোষ দাস প্রমুখ। নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন যুগ্ম আহবায়ক বাংলা এফএম রেডিও নেত্রকোনা প্রতিনিধি নূরুল হক রুনু।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মদন প্রেসক্লাব
সাম্প্রতিক সংবাদ