নবীন মাহমুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টেক্সাস স্টেট কমিটির উদ্যোগে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইরভিং শহরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় ইরভিংয়ের সালিমার রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের প্রধান এবং দলের নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার। সভায় সভাপতিত্ব করেন টেক্সাস বিএনপির সহসভাপতি শিরিন সিদ্দিক তরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, টেক্সাস বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বারী, সাবেক ছাত্রনেতা জগলুল হায়দার ও আবু সাইদ ফাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেক্সাস বিএনপির সাংগঠনিক সম্পাদক তুষার রেজা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপির আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনী প্রচারণার মূল ভিত্তি হবে দলের ঘোষিত ৮টি সামাজিক নীতি। এসব নীতির মধ্যে রয়েছে স্বাস্থ্য ও শিক্ষাখাতে সুস্পষ্ট সংস্কার পরিকল্পনা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি খাতকে শক্তিশালী করা, পরিবার কার্ডের মাধ্যমে নারীর আত্মনির্ভরতা নিশ্চিত করা, যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ, পরিবেশ সুরক্ষা এবং খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতৃবৃন্দের জীবনমান উন্নয়ন।
তিনি বলেন, নির্বাচনী ব্যালট সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা জরুরি এবং প্রবাসী বাংলাদেশিদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ড. হায়দার বলেন, অতীতে অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক চাপ তৈরিতে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনেকেই দীর্ঘদিন দেশে যেতে পারেননি, পরিবার ও কাজের ব্যস্ততা উপেক্ষা করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আগামী দিনে দেশের জন্য বড় সম্পদ হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও উন্নয়ন ভাবনাগুলো বাস্তবায়নে প্রবাসী কমিউনিটি আগামী সরকারের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে। জনগণের ম্যান্ডেট পেলে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কাঠামোর মধ্য দিয়েই একটি নতুন, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
