বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের দাবি এবং কোয়াবের অবস্থানের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি বিসিবি সূত্র জানিয়েছে।
এর আগে এম নাজমুল ইসলাম বিসিবির একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বুধবার (১৪ জানুয়ারি) দোয়া ও মিলাদ মাহফিলে ক্রিকেটারদের নিয়ে তিনি বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই করতে না পারে, আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, তাহলে আমরা কি তাদের কাছ থেকে সেই টাকা ফেরত চাইব?’
এই মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগের দাবি জানান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত করা হবে যে নাজমুল ইসলাম কোনো দায়িত্বে থাকবেন না। যদি থাকেন, খেলোয়াড়রা খেলা বন্ধের দায় নেবে না।’
নাজমুলের বিতর্কিত বক্তব্যের মূল বক্তব্য ছিল, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটিও বৈশ্বিক পুরস্কার অর্জন করতে পারিনি। তাহলে কি প্রতিবারই বলা হবে, তোমরা খেলতে পারোনি, এবার তোমাদের খরচের দায়িত্ব আমরা নেব?’
বিসিবির বর্তমান পরিচালক ও কোয়াবের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। বর্তমানে বিসিবি নিশ্চিত করেছে, নাজমুল ইসলামকে পদত্যাগের ঘোষণা দেওয়া এবং সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা শিথিল করতে ও ক্রিকেটারদের পেশাদারিত্ব বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
