শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো কর্মসূচি না আসায় বিস্ময় প্রকাশ করেছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে সম্পা প্রশ্ন তোলেন— “ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?” এ সময় তিনি আরও প্রশ্ন করেন, “ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না?”
স্ট্যাটাসে রাবেয়া ইসলাম সম্পা বলেন, বিচার হবে না—এমন চিন্তাই মাথায় আনা যায় না। যেকোনো মূল্যে বিচার আদায় করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিচার না হলে ওসমান হাদির মতো বিপ্লবী বীরেরা আর জন্মাবে না। তবে বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি ওসমান হাদির একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন— “সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।” এর মাধ্যমে তিনি ইঙ্গিত করেন, সবকিছু সহজভাবে না এগোনোর পেছনের কারণ সবাই জানে।
স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কথাও তুলে ধরেন সম্পা। তিনি লেখেন, ওসমান হাদি বলেছিলেন— “আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস।”
তিনি আরও বলেছিলেন, ইনকিলাব মঞ্চের কর্মীরা কোনো বেতন ছাড়াই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়েও তারা ভাবেন না।
রাবেয়া ইসলাম সম্পা বলেন, যারা ওসমান হাদিকে ভালোবাসেন, তার বক্তব্য শুনে আবেগাপ্লুত হন—তারা যেন একবার ভাবেন, ইনকিলাব মঞ্চের সেই ভাই-বোনদের বর্তমান মানসিক অবস্থার কথা, যারা তাকে ছায়ার মতো পাশে পেয়েছিলেন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ওসমান হাদি বেঁচে থাকলে হয়তো বলতেন— “আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোন গুলোরে নিয়ে কথা বলবেন না।”
এবং তার ভাষায়, “দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।”
স্ট্যাটাসের শেষ লাইনে তিনি লেখেন— “ইনকিলাব জিন্দাবাদ।”

