দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং বিদেশিদের হুট করে আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “নির্বাচনের সময় অনেকেই—যাদের আসা কাম্য নয়—তারা হুট করে দেশে এসে হাজির হয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে। মূলত সেটি ঠেকাতেই এই পদক্ষেপ।”
তবে তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশে আসার সাধারণ ভিসা কার্যক্রম বন্ধ হয়নি। যাদের সফরের উদ্দেশ্য বা ‘পারপাস’ সঠিক থাকবে, তারা নিয়মিত প্রক্রিয়ায় ভিসা নিয়ে দেশে আসতে পারবেন।
ব্রিফিংয়ে বাহরাইনের একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিও প্রসঙ্গে উপদেষ্টা জানান, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে তিনি তিনটি স্পষ্ট শর্তের কথা জানান: ১. বাংলাদেশ কোনোভাবেই সেখানে যুদ্ধ করতে যাবে না। ২. যোগাযোগ করা সম্ভব নয়—এমন কোনো কর্তৃপক্ষের অধীনে কাজ করবে না। ৩. অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত ফোর্স পাঠানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
মিয়ানমার সীমান্তে চলমান সংঘাতের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে নিয়মিত প্রতিবাদ জানানো হচ্ছে। তবে সীমান্তের মাঠ পর্যায়ের সর্বশেষ তথ্য ড. খলিলুর রহমান দেশে ফিরলে আরও বিস্তারিত জানা যাবে।
