জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভেজাল ও অনুমোদনহীন চিপস উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ডামুড্যা উপজেলার চর ঠেঙ্গার বাড়ি এলাকায় অবস্থিত মেসার্স শাকিল ফুড প্রোডাক্টস নামের একটি চিপস কারখানায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে নিবন্ধন ছাড়াই চিপস উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া নামী-দামি বিভিন্ন প্রতিষ্ঠানের (প্রাণ চিপস, ডি ডং চিপসসহ) মোড়ক ব্যবহার করে নিজেদের তৈরি চিপস বাজারজাত করার পাশাপাশি টেক্সটাইল রং ও অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার করে চিপস সংরক্ষণ ও বিক্রির প্রস্তুতির অভিযোগ উঠে আসে।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে কারখানার স্বত্বাধিকারীকে এক লক্ষ টাকা (১,০০,০০০ টাকা) জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রায় ৩০ হাজার টাকা মূল্যমানের ভেজাল চিপস, নকল লেবেল ও ক্ষতিকর রাসায়নিক জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডামুড্যা উপজেলার নির্বাহী অফিসার মোঃ সালাউদ্দিন আইয়ূবী। সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

