সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবন সংলগ্ন বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম তালুকদার বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে যুবদলকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়ান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে রাজপথে ঐক্যের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকেই নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
