সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন সমবায় সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. মোবারক হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসাস এর দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সমাজ সেবক মো. মিজানুর রহমান।
সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হারিস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাস নেতা কন্ঠশিল্পী সালমান রাজ, বিশিষ্ট সুরকার মো. সুমন মিয়া, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা।
এ সময় অন্যান্যের মাঝে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিলটন, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক মো. আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দলের নেতা মিন্টু, ইসমাইল হোসেন, চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন সমবায় সমিতি কার্যকরী পরিষদের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম সহ অন্যান্য সদস্য, স্থাণীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় জাসাস এর দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মো. মিজানুর রহমান যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্বোধনকালে বলেন, যুব সমাজ দেশের প্রাণ। চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন সমবায় সমিতি দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করবে বরে প্রত্যাশা করেন। তিনি জাসাস এর কর্মকান্ড আরও বেগবান করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি একেএম ফজলুল মিলনকে বিপুল ভোটে এমপি বানানোর লক্ষ্যে কাজ করার আহবান জানান।
সামসুল হক জুয়েল