ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের ক্রিকেটারদের বাদ দেওয়ার প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে অবস্থান নিয়েছে, সে বিষয়ে এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বিসিবি। এমনটাই জানিয়েছেন বোর্ডের পরিচালক আসিফ আকবর।
সোমবার (১২ জানুয়ারি) বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির এই পরিচালক। তিনি জানান, আইসিসির পক্ষ থেকে কোনো ধরনের লিখিত বার্তা বা সিদ্ধান্ত এখনো বোর্ডের কাছে পৌঁছায়নি।
আসিফ আকবর বলেন, ‘আমি একটু আগে প্রেসিডেন্টের কাছেই জিজ্ঞেস করেছি—এ রকম কোনো চিঠি বা অফিসিয়াল আপডেট এসেছে কি না। বাস্তবতা হচ্ছে, আমাদের কাছে এমন কোনো চিঠি বা খবর নেই। আইসিসি থেকে এ বিষয়ে এখনো কিছুই পাঠানো হয়নি।’
এদিকে ভারতীয় কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু আগের মতোই ভারতে থাকবে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসিফ আকবর বলেন, ‘ইন্ডিয়ান মিডিয়া তাদের মতো করে সংবাদ করতেই পারে। আপনারা শুধু প্রপার এবং অথেনটিক নিউজটা তুলে ধরবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আইসিসি থেকে যখনই কোনো সিদ্ধান্ত বা বক্তব্য আসবে, আমরা সেটি আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাব।’
বিসিবির পক্ষ থেকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি। আসিফ বলেন,
‘আমাদের দেশে একটা স্বভাব আছে—আমরা একটু অস্থির থাকি। খুব দ্রুত কোনো কথা শুনে ফেলি, আবার দ্রুত ভুলেও যাই। কিন্তু বোর্ডের জায়গা থেকে আমরা হুটহাট করে কিছু বলতে পারি না। বোর্ড থেকে যখন স্পষ্ট সিগনাল আসে, তখনই আমরা আপনাদের জানাই।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি যেন আমাদের দেওয়া তথ্যগুলো অথেনটিক হয়। বোর্ড কর্তৃক যাচাই করা ছাড়া আমরা কখনো কোনো তথ্য প্রকাশ করিনি। এই মুহূর্তে আমরা শুধু আইসিসির চিঠির অপেক্ষায় আছি। এর বাইরে যেসব আলোচনা বা গুঞ্জন চলছে, সেগুলোকে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত বা অথেনটিক বলা যাচ্ছে না।’
সবশেষে আসিফ আকবর পুনরায় বলেন, আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলেই কেবল বিসিবি এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবে। ততক্ষণ পর্যন্ত এ সংক্রান্ত সব খবরকে গুঞ্জন হিসেবেই দেখছে বোর্ড।

