আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
নবনির্বাচিত বাউফল উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা শহিদুল আলম তালুকদার।
বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, বাউফল উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়ান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

