সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয় ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাখালী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার ও বিএনপি নেতা পাভেল আহমেদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
রোববার রাতে সেই বিরোধের জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। ঘটনার বিষয়ে রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি সাজার চেষ্টা করছে। তারাই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমি নিজেও আহত হয়েছি। অন্যদিকে বিএনপি নেতা পাভেল আহমেদ পাল্টা অভিযোগ করে বলেন, আমরা থানা পুলিশের অনুমতি নিয়ে দলীয় কার্যালয়ে সভা করছিলাম।
এ সময় রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে অফিস ভাঙচুরসহ আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হন। এব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি গোষ্ঠীগত দ্বন্দ্বের ফল। তিনি বলেন, প্রাথমিকভাবে ৭ থেকে ৮ জন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

