২২ বছর পর আগামী ২২ জানুয়ারি শ্বশুরবাড়ি সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তার এই সফরকে কেন্দ্র করে সিলেট বিভাগজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বিএনপি সূত্র জানায়, ২২ জানুয়ারি সকালে সিলেটে পৌঁছে তারেক রহমান প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ওই দিনই তার হবিগঞ্জে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, তারেক রহমান দীর্ঘ সময় পর সিলেটে আসছেন। যেহেতু সিলেট তার শ্বশুরবাড়ি এলাকা এবং ঐতিহাসিকভাবে বিএনপি এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করে, তাই এই সফরের বিশেষ রাজনৈতিক ও আবেগীয় গুরুত্ব রয়েছে।
জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দিতে সিলেট মহানগর, জেলা ও বিভাগের বিভিন্ন ইউনিট পুরোদমে কাজ করছে। মঞ্চ নির্মাণ, পোস্টার-ব্যানার এবং প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়ার ঐতিহ্য মেনে আমাদের নেতা সিলেট থেকেই নির্বাচনী ডাক দেবেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ জানান, নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তারা তাদের নেতাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

