তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক ইনিংস শেষ পর্যন্ত শুধুই আক্ষেপ হয়ে রইল। ক্যারিয়ারের অন্যতম সেরা ব্যাটিং প্রদর্শনীতে অপরাজিত ৯৭ রান করেও দলকে জেতাতে পারলেন না তিনি। রংপুর রাইডার্সের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও মুহাম্মদ ওয়াসিমের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে রংপুরকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। কাইল মেয়ার্স (৮), লিটন দাস (১১) ও ইফতেখার আহমেদ (৮) দ্রুত সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে দলটি। তবে একপ্রান্ত আগলে রেখে ইনিংস গড়ার দায়িত্ব কাঁধে তুলে নেন তাওহিদ হৃদয়। খুশদিল শাহকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে গড়ে তোলেন ১০৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। খুশদিল ২৯ বলে ৪৪ রান করে ফিরলেও হৃদয়ের ব্যাট থামেনি।
ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাট করে ৫৬ বলে অপরাজিত ৯৭ রান করেন হৃদয়। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তার এই ইনিংসের ওপর ভর করেই ৪ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৩ রানে ওপেনার তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে দলটি। কিন্তু এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুহাম্মদ ওয়াসিম।
দ্বিতীয় উইকেটে এই দুজন রংপুর বোলারদের ওপর চালান একপ্রকার ব্যাটিং তাণ্ডব। ওয়াসিম মাত্র ৩২ বলে ফিফটি তুলে নেন। অন্যদিকে শান্ত খেলেন দায়িত্বশীল অথচ আক্রমণাত্মক এক ইনিংস। ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা শান্ত আউট হওয়ার আগে করেন ৪২ বলে ৭৬ রান। অধিনায়কোচিত এই ইনিংসের সুবাদে চলতি আসরে ২৭৯ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।
শান্তর বিদায়ের পর জিমি নিশাম (১) দ্রুত ফিরলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মুহাম্মদ ওয়াসিম। তিনি অপরাজিত থাকেন ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে, যা রাজশাহীর জয়ের ভিত গড়ে দেয়। রাজশাহী ১৯.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
এই জয়ে ৭ ম্যাচে ৫টি জয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে সমান ম্যাচে হেরে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স নেমে গেছে তৃতীয় স্থানে।
হৃদয়ের ব্যাটিংয়ে আলো ছড়ালেও দিনটি শেষ পর্যন্ত রইল শান্ত ও ওয়াসিমের রাজশাহীর দাপুটে জয়ের গল্প হয়েই।

