অভিনয়ে নিজেকে নানা রূপে পরীক্ষা করতে চান কেয়া পায়েল। তাই তিনি সাধারণ গল্পের বাইরে গিয়ে এমন নাটক বেছে নিচ্ছেন, যেখানে দর্শক তাঁকে নতুন রূপে দেখার সুযোগ পাবেন।
সদ্য প্রকাশিত একক নাটক ‘টিপু সুলতান’-এ কেয়া অভিনয় করেছেন মুশফিক ও ফারহানের সঙ্গে, নাটকটি লিখেছেন অবয়ব সিদ্দিকী এবং পরিচালনা করেছেন এ কে পরাগ। এর আগে এই জুটি **‘রূপসী স্টুডিও’, ‘অনেকদিন পরে’, ‘মায়া’, ‘হ্যালো গাইস’**সহ বহু নাটকে দর্শকের মনোযোগ কেড়েছে।
শিগগিরই ‘ইউ অ্যান্ড মি ফরএভার’ নামের আরেকটি নাটকও প্রকাশ পেতে যাচ্ছে, যা রাইয়ান মাহমুদ পরিচালনা করেছেন। কেয়া জানালেন, জুটি হিসেবে মুশফিক-ফারহানের সঙ্গে তাদের নাটকগুলো দর্শকের মধ্যে সাড়া ফেলেছে, তাই নতুন নাটকেও এই জুটি রাখা হয়েছে।
কেয়া বলেন, “শুধু জনপ্রিয়তার জন্য অভিনয় করছি না। আমি চাই অভিনয়ের মাধ্যমে নিজেকে পরিণত শিল্পী হিসেবে তুলে ধরতে। দর্শকের মনে স্থায়ী আসন করতে হলে ভালো কাজের বিকল্প নেই।”
তিনি আরও জানান, ‘কোটিপতি’ নাটক মাত্র দুই সপ্তাহে ২১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। একইভাবে নতুন ধারাবাহিক নাটক ‘এটি আমাদেরই গল্প’ দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। চলতি বছর আরও বেশ কিছু নতুন ভিন্নধাঁচের নাটক প্রকাশ পাবে।

